সহীহ নিয়ত - info store bd

Latest

info store bd

All Jobs here.

Search This Blog

Wednesday, March 8, 2023

সহীহ নিয়ত

 সহীহ নিয়ত

  • আল-কুরআন


১. তাদেরকে এছাড়া অন্য ‍হুকুম দেয়া হয়নি যে, তারা যেন দীনকে আল্লাহর জন্য খালিস করে একমুখী হয়ে আল্লাহর দাসত্ব করে এবং নাজাম কায়েম করে ও জাকাত আদায় করে- এটাই সঠিক মজবুত দ্বীন। (সূরা বায়্যিনাহ- ৯৮:৫)


২. যারা আখিরাতে চাষের জমি চায়, আমি তার কৃষি ভূমি বাড়িয়ে দেই। আর যারা দুনিয়ার ক্ষেতফসল চায় তাকে দুনিয়া থেকেই কিছু দিয়ে থাকি। কিন্তু আখিরাতে তার কোন হিস্যা নেই। (সূরা শুরা- ৪২:২০)



৩. অপরদিকে মানুষের মধ্যে এমনও আছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহর বড়ই মেহেরবান। (সূরা বাকারা- ০২:২০৭) উপরিউক্ত বিষয় সম্পর্কে জানতে আরও দেখুন-সূরা আলে ইমরান-২৯, সূরা নিসা- ১৪৬, সূরা হুদ- ১২৩, সূরা বনি ইসরাইল- ১৮, ১৯, ৮৪, সূরা হাজ- ৩৭, সূরা নামল- ৭৮-৭৯, সূরা আহযাব-৩, সূরা দাহর-৯।


  • হাদিস

১. আবু হুরায়রা (রা:) থেকে বর্নিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, আল্লাহ তোমাদেদর চেহারা ও সম্পদের দিকে লক্ষ্য করেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কার্যপ্রণালীর দিকে লক্ষ্য রাখেন। (মুসলিম: বাবু তাহরিমি জুলমিল মুসলিমি, ৪৬৫১)



২. হযরত উমার ইবনুল খাত্তাব (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা:) কে বলতে শুনেছি, যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভর করে । আর প্রতিটি লোক (পরকালে) তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং যে ব্যক্তি হিজরাত করে দুনিয়ার দিকে, তাকে অর্জর করার জন্য অথবা কোন মহিলার দিতে তাকে বিয়ে করার জন্য তাহলে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে। (বুখরী)




No comments:

Post a Comment