পিরোজপুরে বাইতুননূর জামে মসজিদ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের অন্তর্গত মধ্যজয়পুর সাকিনস্থ বাইতুননূর জামে মসজিদ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:
📢 চাকরির বিবরণ:
ক্র: নং | পদের নাম | লোক সংখ্যা | সম্মানী | যোগ্যতা |
---|---|---|---|---|
০১ | শিক্ষক | ০১ জন | আলোচনা সাপেক্ষে | হাফেজ, নূরানী ট্রেনিংপ্রাপ্ত (চট্টগ্রাম বোর্ড)। মাওলানা (হুফফাস ট্রেনিংপ্রাপ্ত) প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
📆 আবেদন করার শেষ তারিখ:
৩০ মে ২০২৫ (শুক্রবার) এর মধ্যে যোগাযোগ করতে হবে।
📞 যোগাযোগ:
- সভাপতি: মাওলানা শরফুদ্দিন আহমেদ — 01720-010402
- সেক্রেটারী: মুফতি আহমদ উল্লাহ — 01749-451465
🏡 বাড়তি সুবিধা:
নিয়োগ প্রাপ্ত প্রার্থীর কর্মকালীন সময়ে থাকা-খাওয়ার পূর্ণ সুবিধা মাদ্রাসা কর্তৃপক্ষ প্রদান করবে ইনশাআল্লাহ।
📌 বিশেষ নির্দেশনা:
আবেদনকারীকে অবশ্যই হাফেজ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং চট্টগ্রাম বোর্ড থেকে প্রাপ্ত সার্টিফিকেট যুক্ত করতে হবে। যাদের হুফফাস ট্রেনিং আছে, তাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
🔖 ট্যাগসমূহ:
#মসজিদ_চাকরি #মাদ্রাসা_নিয়োগ #হাফেজ_চাকরি #ইসলামিক_চাকরি_২০২৫ #পিরোজপুর_চাকরি
এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণ দান করুন।
No comments:
Post a Comment